• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছুটে আসা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর আত্মাহুতি

  মো. মিলন ইসলাম, বাসাইল, টাঙ্গাইল

১৬ অক্টোবর ২০২১, ২০:১০
ট্রেন
দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। প্রতীকী ছবি

দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে টাঙ্গাইলের বাসাইলে শরিফুল ইসলাম (২৮) নামে এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনালিয়া রেল ক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।

নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার পথে সোনালিয়া রেল ক্রসিং এলাকায় পৌঁছালে শরিফুল রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

এ দিকে, নিহতের বাবা আলাল মিয়া জানান, গত ৬ মাস আগে শরিফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন। সে তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানীবাড়ী গ্রামের আমেনা নামের এক মেয়েকে বিয়ে করে। শুক্রবার (১৫ অক্টোবর) শরিফুল শ্বশুরবাড়িতে যায়। পরে খবর পাই শরিফুল মারা গেছে।

আরও পড়ুন : গণসংযোগকালে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

বাসাইল থানার এসআই মজিবুর রহমান দৈনিক অধিকারকে প্রবাসীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড