• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলা করায় দুই সাংবাদিকের কারাভোগ!

  মাহফুজ আলম প্রিন্স, রংপুর

১৪ অক্টোবর ২০২১, ২২:০৭
সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকার রুপালি ন্যাশনাল লি. কোম্পানির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মামলা করেও রেহাই পাননি রংপুরের দুই সাংবাদিক। তাদের একজন স্থানীয় দৈনিক দাবানল পত্রিকার সাংবাদিক। আরেকজন জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি।

কারাভোগের পর বুধবার (১৩ অক্টোবর) এর প্রতিবাদে নগরীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় দৈনিক দাবানল পত্রিকার সাংবাদিক মো. রবিন চৌধুরী রাসেল এবং জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি ও রিপোর্টারস ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী।

তারা জানান, রুপালি ন্যাশনাল লি. ও রুপালি ইলেকট্রনিক্স লি. নামে একটি এনজিও প্রতিষ্ঠান রংপুরে কিছু কর্মী নিয়োগের মাধ্যমে একটি শাখা অফিস স্থাপন করবেন। এরই সূত্র ধরে ওই কোম্পানিটির বিষয়ে আলাপ-আলোচনা সাপেক্ষে রংপুরে অফিস স্থাপন করার সিদ্ধান্ত নেই। পরবর্তীতে কোম্পানির নির্দেশনা মতে রংপুরের বিভিন্ন পাড়া-মহল্লাায় রুপালি ন্যাশনাল লি. এর নামে কার্যক্রম পরিচালনা করতে থাকি। কিছুদিন পর ঢাকা অফিসে গিয়ে দেখা যায়, রুপালি ন্যাশনাল লিঃ এর অফিসে তালা ঝুলিয়ে সকল কর্মকর্তা পলাতক। পরে রংপুরে ফিরে সকল গ্রাহকদের বিষয়টি অবগত করি এবং ওই এনজিও-এর সম্পূর্ণ লেনদেন রংপুর অফিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সাপেক্ষে স্থগিত ঘোষণা করি। এরপর রুপালী ন্যাশনাল লিঃ এর কর্মকর্তাদের নামে ২৩ অক্টোবর ২০১৯ইং তারিখে উকিল নোটিশ প্রেরণ করি।

লিখিত বক্তব্য তারা আরও বলেন, পরবর্তীতে ঢাকা অফিসের সাথে কিছু কর্মকর্তা-কর্মচারী নিজেদের স্বার্থ হাসিল করা ও অসহায় মানুষদের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে রংপুরের এক কর্মচারী ছোটন ও তার গুন্ডাবাহিনী অফিসে এসে সন্ত্রাসী কর্মযজ্ঞ চালায়। আমাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তারা এলাকার প্রভাবশালী হওয়ায় ওই অফিসের যাবতীয় মালামাল তুলে নিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা রংপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করি। পরে তারাও পাল্টা অভিযোগ দায়ের করে। পরবর্তীতে আবারও তারা রংপুরের মাঠে সক্রিয় হয়ে উঠে এবং মাঠ কর্মকর্তা নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা সংগ্রহ করে। আমাদের নামে সঞ্চয়কারীদের নিকট বিভিন্ন রকম মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে দেয়। তাদের বিরুদ্ধে ওই এনজিও-এর অনেক সদস্য প্রতিবাদ করলে সেই ছোটন মিয়া তাদের সঞ্চিত টাকা দিতে অস্বীকার করে।

এ ব্যাপারে অনেকেই আইনের আশ্রয় নিয়েও সঠিক বিচার পাননি বলে জানান তারা। পরে আইনের চোখকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের অপকর্ম ঢাকার অপচেষ্টায় ‘আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে’ আমাদের কারাভোগ করায়। এতে আমরা উভয়েই সমাজের চোখে হেয় প্রতিপন্ন হই। সংবাদ সম্মেলনে পিবিআই কর্তৃক তদন্ত রিপোর্টটি পুনর্তদন্তের ব্যবস্থা করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড