• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার প্রকোপ

  ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৬
ফেনী জেনারেল হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে বেড়েই চলেছে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় রোগের প্রকোপ।

বুধবার (১৩ অক্টোবর) ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়- হাসপাতালের ফ্লু-কর্ণার, শিশু বিভাগে কোনো শয্যাই খালি নেই। শয্যার অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দা ও করিডোরে।

হাসপাতালটির শিশু বিভাগে গিয়ে কথা হয় নার্সিং ইনচার্জ নিলুফা সুলতানার সঙ্গে। তিনি জানান, বেশ কয়েকদিন ধরে শিশু ও মেডিসিন ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে। তবুও অতিরিক্ত রোগীর চাপ সামলিয়ে চিকিৎসক-নার্সরা সাধ্য অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতেই অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডে অতিরিক্ত রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে হাসপাতালের ওয়ার্ডের ভেতর মেঝেতেও ফোম দিয়ে বাড়ানো হয়েছে শয্যা। ওয়ার্ডের ভেতরে স্থান না পেয়ে নিরূপায় হয়ে অনেক রোগীই চিকিৎসা নিচ্ছেন বারান্দায়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জেলার এ হাসপাতালটির ৩টি ওয়ার্ডে ৭৮ জন রোগীর স্থলে ২০৫ জন ভর্তি হয়েছেন। তাই বাড়তি রোগীর চাপ সামলাতে তারা কিছুটা হিমশিম খেলেও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আবহাওয়া পরিবর্তনের কারণে দিনে গরম, রাতের শেষ ভাগে শীত ও কুয়াশা পড়ার কারণে এসব রোগের প্রকোপ বাড়ছে।

শিশু সন্তানকে নিয়ে আসা মর্জিনা আক্তার নামে এক নারী জানান, ৫/৬ দিন আগে তার মেয়ে ফারিয়ার জ্বর ও ঠাণ্ডা দেখা দেয়। স্থানীয় চিকিৎসকের ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। সোমবার (১১ অক্টোবর) নিরূপায় হয়ে মেয়েকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন তিনি। তবে শয্যা না থাকায় বারান্দাতেই চিকিৎসা নিতে হচ্ছে ফারিয়াকে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৩ অক্টোবর) এ হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ৫২ শয্যায় ১৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, এই চিত্র বহির্বিভাগেও। প্রতিদিন সেখানেও চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। যাদের বেশিরভাগই জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত।

আরও পড়ুন : শিক্ষককে জেলে পাঠিয়ে ফায়দা নিলেন ইউপি চেয়ারম্যান

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ফলে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। তবে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের মনিটরিং বাড়ানো হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড