• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঘাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

  মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি, রাঙামাটি

১৩ অক্টোবর ২০২১, ১৭:১৭
আলোচনা সভা
অনুষ্ঠিত আলোচনা সভার একটি মুহূর্ত। ছবি : অধিকার

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’। কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ মীর কামাল হোসেনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বাঘাইছড়ি কৃষি সম্পসারণ অধিদফতরের কর্মকর্তা ওলি হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : দীঘিনালায় উপজেলা পল্লী উন্নয়ন কমিটির শপথ গ্রহণ

সভায় বক্তারা নারীর ক্ষমতায়ান বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড