• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লামায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

  মো. নুরুল করিম আরমান, লামা, বান্দরবান

১২ অক্টোবর ২০২১, ১৪:৪৫
লাশ
লাশ। প্রতীকী ছবি

ধানখেত পাহারা দিতে গিয়ে বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লইক্ষ্যার চর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা মো. ইছাকের ছেলে মো. এনাম (৪৫) ও নবী হোসেনের ছেলে মো. শহীদ (১৮)। তারা উভয়ে সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. এনাম ও তার ভাতিজা মো. শহীদ উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালী পাড়ায় চাষাবাদ করে আসছে। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতেও ধান পাহারা দেওয়ার জন্য গাছের ওপরে তৈরিকৃত মাচাং ঘরে রাতে অবস্থান করছিল চাচা-ভাতিজা। এক পর্যায়ে রাত ১১টার দিকে হঠাৎ প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হলে এনাম ও শহীদ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় চেয়ারম্যান মিন্টু কুমার সেন দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই সময় উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দুপাড়ার বাসিন্দা বাসু কুমার দের তিনটি ও মেরাখোলা মুসলিমপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের একটি গরুও বজ্রপাতে মারা যায়।

আরও পড়ুন : আব্দুল মান্নান রাজশাহীর শ্রেষ্ঠ পুলিশ সুপার

বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আলমগীর দৈনিক অধিকারকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড