• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রায়পুরায় ১০ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন পেলেন যারা

  তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী)

১১ অক্টোবর ২০২১, ১৪:৪৬
আওয়ামী লীগ (ফাইল ফটো)

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে। যার মধ্যে রায়পুরা উপজেলার ১০টি ইউপির আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রায়পুরা উপজেলা আ.লীগের কার্যালয় থেকে ১০ ইউপির মোট ৫৩ জন প্রার্থী আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।

রায়পুরা উপজেলার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

উপজেলার (১) আমিরগঞ্জ ইউপির প্রয়াত নাসির উদ্দিন খানের সহধর্মিণী শাহানা বেগম, (২) বাঁশগাড়ি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক, (৩) চরসুবুদ্ধি ইউনিয়নে মো. নাসির উদ্দিন, (৪) চরমধুয়া ইউনিয়নে মো. নূর আলম ফকির (৫) হাইরমারা ইউনিয়নে মো. কবির হোসেন (৬) মির্জানগর ইউনিয়নে মো. হুমায়ূন কবির সরকার, (৭) মির্জার চর ইউনিয়নে মো. ফিরুজ মিয়া (৮) নিলক্ষ্যা ইউনিয়নে মো. তাজুল ইসলাম, (৯) পাড়াতলী ইউনিয়নে মো. ফেরদৌস কামাল জুয়েল ও (১০) শ্রীনগর ইউনিয়নে রিয়াজ মোর্শেদ খান রাসেল।

আরও পড়ুন : চা‌য়ের কেত‌লি‌তে আট‌কে আ‌ছে শিপু‌লের স্বপ্ন!

উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, উল্লেখিত ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ১শ ৮ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। প্রার্থী বাছাই ২০ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড