• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ১৩:০৬
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
মরদেহ (ফাইল ছবি)

বগুড়ার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চুরকোটা গ্রামের ঘটনাটি ঘটেছে।

এতে নিহতরা হলেন- পলাশ (৪০), বুদু মাহাতো (৪২) এবং ক্ষিতীশ মহাতো (৪৫)। হতাহত সকলেই চুরকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকোটা গ্রামের পূজামণ্ডপে লাইটিংয়ের জন্য পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক তার টানা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় ক্ষিতীশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পলাশ এবং বুদু মাহতো প্রাণ হারান। এরপর গুরুতর আহতাবস্থায় ক্ষিতীশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে বুজন মাহাতো নামে আরেক ব্যক্তি।

এ দিকে ঘটনাটির পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : বংশালে আগুন পুড়ছে কেমিক্যালের দোকান

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ওই তিনজনের প্রাণহানি ঘটেছে। তিনজনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড