• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শত্রুতার জেরে গুদামে আগুন দেওয়ার অভিযোগ

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

১০ অক্টোবর ২০২১, ১৬:৫৯
শত্রুতার জেরে গুদামে আগুন দেওয়ার অভিযোগ
পাটের গুদামে আগুন (ছবি : দৈনিক অধিকার)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রামণ বিরোধের জের ধরে পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২ দিকে বকশীগঞ্জ সদর নইমিয়ার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নইমিয়ার বাজারে আব্দুল লতিফের ছেলে আব্দুল হালিমের পাটের গুদামে রাত ২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারী গামী একটি বাসের যাত্রীরা গুদাম ঘরে আগুন দেখে চিৎকার শুরু করে।

ও বাসের ড্রাইভার অনবরত হরণ বাজাতে থাকে এতে করে পার্শ্বতি বাড়ির লোকজন ও হাটে থাকা কয়েক জন বাসের হরণ শুনে ঘুম থেকে জেগে ওঠে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততো ক্ষণে গুদামে থাকা দুই শত পঞ্চাশ মণ পাট ও গোদাম পুড়ে যায়। এতে করে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। তালাবন্ধ গুদামে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা কেউ বলতে পারছেনা।

গুদামের মালিক আব্দুল হালিম অভিযোগ করে বলেন, গুদাম ঘরের জমি নিয়ে আলীরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল আজিজ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে আজিজ মিয়া ও অজ্ঞাতরা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটাতে পারে বলে জানান তিনি। এ ঘটনায় আব্দুল হালিম বকশীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তুহিনুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তা এখন বলা যাচ্ছেনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও পড়ুন : শ্রীপুরে মোটরসাইকেলে আগুন লেগে চালক নিহত

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান , ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড