• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রত্যেক ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ করা’

  চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

১০ অক্টোবর ২০২১, ১৬:৪০
ছবি : দৈনিক অধিকার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, প্রত্যেক ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। সমাজে, দেশে শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গোৎসবেও আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করবো।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারীবাড়ি পূজামন্ডপে হিন্দু ধর্মাবলম্বী গরীব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন দোহাজারী পৌরসভার ১৪টি পূজা মন্ডপে তার ব্যক্তিগত অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়।

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি পিযুষ সিংহ হাজারীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক এম ফয়েজ আহমদ টিপু, হাশিমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মাহবুবুল আলম বাবুল, শিক্ষক রুপক কান্তি ঘোষ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামাল মিয়া, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আলম খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদুল ইসলাম নেছার, কাজী মোস্তাফিজ খসরু, উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান আহমদ শুভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মিয়া, কাশেম আলী, আবু তালেব, এহসান বেগ, বিপ্লব কান্তি ধর প্রমুখ।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড