• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

  মো. নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ

১০ অক্টোবর ২০২১, ১২:০৩
মানিকগঞ্জে যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে
কর্মীসভা (ছবি : অধিকার)

বাংলাদেশ যুব মহিলা লীগ মানিকগঞ্জ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বেলা ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন।

মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের নেত্রী পৌর কাউন্সিলর রাজিয়া সুলতানা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রোমেজা আক্তার খান মাহিনের সঞ্চালনায় কর্মী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন, সহ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সহ সভাপতি আশরাফুনেচ্ছা পারুল, রাশেদা পারভিন মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, জেদ্দা পারভীন খান রিমি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াছমীন বিপ্লবী, শারমিন সুলতানা লিলি আরও অনেকে।

সভায় যুব মহিলা লীগের সভাপতি বলেন, বর্তমানে যুব মহিলা লীগ একটি শক্তিশালী সংগঠন এই সংগঠন টি সকল আন্দোলন সংগ্রামে সব সময় অগ্রগামী হয়ে রাজপথে ছিল। তাই আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে মানিকগঞ্জে যুব মহিলা লীগের একটি শক্তিশালী কমিটি গঠন করেতে। বর্তমান কমিটি অনেক পুরাতন হওয়ায় এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে একটি নতুন কমিটি দেয়া হবে।

আরও পড়ুন : লামার হেডম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, সাধারণ সম্পাদক শ্রীমতি লক্ষী চ্যাটার্জী, জেলা যুব মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা, কল্পনা আক্তার, শুভ্রা খান মজলিশ, ফারজানা খান লিয়া প্রমুখ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড