• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাবান্ধা দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

  এম মোবারক হোসাইন, পঞ্চগড়

১০ অক্টোবর ২০২১, ১১:৫২
বাংলাবান্ধা
(ছবি : অধিকার)

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চারদেশীয় (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

রবিবার (১০ অক্টোবর) বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ছুটিতে বাংলাবান্ধা বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের সরকারি নিয়ম অনুযায়ী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির বাদসা স্বাক্ষরিত এক চিঠিতে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এ বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে দু'দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি চালু হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, ভারত থেকে আমদানি রফতানি বন্ধ থাকলেও পূর্বের আমদানিকৃত পণ্যের লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে দশমীর দিন বন্ধ থাকবে লোড-আনলোডের বন্দর অভ্যন্তরে কার্যক্রম।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড