• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামইরহাটে সপ্তাহব্যাপী তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

  মো. সাইফুল ইসলাম, ধামইরহাট, নওগাঁ

০৯ অক্টোবর ২০২১, ১৫:০৫
তাল বীজ রোপণ
তাল বীজ রোপণকালে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানসহ অন্যরা। ছবি : অধিকার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সপ্তাহব্যাপী তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে আগামী সাত দিনব্যাপী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের ফাঁকা অংশে মোট ২ হাজার তাল বীজ রোপণ কাজের উদ্বোধন করেন উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

এ দিন হরিতকীডাঙ্গা থেকে জগদল সড়কে তাল বীজ রোপণকালে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগ পথচারী ও অসহায়দের প্রাণ কেড়ে নেয়। বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ৭ দিনে ইউনিয়নের সকল সড়কের ফাঁকা জায়গায় মোট ২ হাজার তাল বীজ রোপণ করা হবে।

আরও পড়ুন : কাজ না করে তুলে নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা

তাল বীজ রোপণকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড