• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার

  সাদ্দাম হোসেন, সাভার

০৯ অক্টোবর ২০২১, ১৪:০১
ট্রলার ডুবি
এখনও নিখোঁজ চারজন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকার সাভারের তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের (কার্গো) ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শনিবার (৯ অক্টোবর) সকালে সাভারের আমিন বাজার তুরাগ নদীতে ট্রলারযোগে পারাপারের সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারটির ওপর ওঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। পরে দুপুরের দিকে ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাঁতরে তীরে ওঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও সদর দফতর ফায়ার সার্ভিসের সদস্যসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন : গিনেস বুকে নাম লেখাতে চায় শ্রীপুরের ‘টুনটুনি’

এদিকে সাভার থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে এখনও বালুভর্তি কার্গো আটক করা সম্ভব হয়নি।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড