• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্দিষ্ট সময়ের আগেই গাইবান্ধায় স্কুল ছুটির অভিযোগ

  রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা

০৮ অক্টোবর ২০২১, ১৯:০০
প্রাথমিক বিদ্যালয়
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : অধিকার

দেশে কোভিড-১৯ ভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়েছে সরকার। তারপরও থেমে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দিষ্ট সময়ের আগেই স্কুল বন্ধের ঘটনা।

সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে প্রতিনিয়তই শিক্ষকদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অফিসিয়াল কাজে বাইরে যাওয়ার সুবাদে প্রায়দিনই বেলা ২টা থেকে ৩টার মধ্যে বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান সহকারী শিক্ষকগণ।

এ দিকে, সরেজমিনে উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক সরণ কুমার বর্মণের সাথে দেখা হয়। এ সময় তিনি জানান, প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে উপজেলা শিক্ষা অফিসে গেছেন।

পরে বিদ্যালয় নির্দিষ্ট সময়ের আগেই ছুটির বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী না থাকায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি জানান, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বিদ্যালয়সমূহ সরকার খুলে দিয়েছে। গত মঙ্গলবার সহকারী শিক্ষক সরণ কুমার বর্মণ ও মহানুর রহমানসহ কয়েকজন সহকারী শিক্ষককে বিদ্যালয়ে রেখে উপজেলা শিক্ষা অফিসে বিদ্যালয়ের কাজে এসেছি। স্কুল পৌনে ৪টা পর্যন্ত খোলা রাখার জন্য বলা হয়েছে। তবে সহকারী শিক্ষকগণ তিনটার দিকে স্কুল বন্ধ করার বিষয়টিও স্যারকে জানানো হয়েছে।

আরও পড়ুন : পাহাড়ি অঞ্চলে বাণিজ্যিকভাবে আদার চাষে কৃষকের মুখে হাসি

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান দোলন দৈনিক অধিকারকে জানান, নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটির বিষয়ে আমি অবগত হয়েছি। ওই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড