• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরীর আত্মহত্যা, প্রেমিকের বিরুদ্ধে মামলা

  রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

০৮ অক্টোবর ২০২১, ০৯:৪৪
কিশোরীর আত্মহত্যা, প্রেমিকের বিরুদ্ধে মামলা
কোম্পানীগঞ্জ থানা (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহত কিশোরী নুসরাত জাহান ফারহানা(১৯)। সে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের মডার্ন হাসপাতাল সংলগ্ন বিসমিল্লাহ মঞ্জিলের ভাড়াটিয়া ওমর ফারুকের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মা সাজেদা আক্তার বাদী হয়ে কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করে। পরিবারের সদস্যদের অভিযোগ প্রেমিকের সাথে কোনো বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। অভিযুক্ত যুবক জহিরুল ইসলাম তৌসিফ(২৮) বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মো. সিরাজের ছেলে।

আরও পড়ুন : রাজশাহীতে হেরোইনসহ ধরা খেল যুবক

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত কিশোরীর মা বাদী হয়ে ওই কিশোরী প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড