• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে অটোরিকশা চালক মাসুদ হত্যার রহস্য উদঘাটন

  মো. নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ

০৭ অক্টোবর ২০২১, ২১:১০
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। ছবি : অধিকার

মানিকগঞ্জে অটোরিকশা চালক মাসুদ শেখ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে র‌্যাব-৪, সিপিসি-৩ এর মানিকগঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামি ফরিদ মিয়া (৩৩) পেশায় একজন অটোরিকশা চালক। ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। স্বপ্ন দেখেন নিজের একটি অটোরিকশার। এই উদ্দেশ্য নিয়েই সাভারের সবুজবাগ এলাকার অটোরিকশা চালক মাসুদ শেখের সাথে বন্ধুত্ব করেন। এরপর গত ২ অক্টোবর রাতে কৌশলে মাসুদকে সিংগাইর উপজেলার দাশেরহাটি এলাকায় ডেকে নেন ফরিদ।

সেখানে মাসুদের গলায় গামছা পেঁচিয়ে চাকু দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান ফরিদ। পরে ৫ অক্টোবর মাসুদের রক্তাক্ত লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় সিংগাইর থানা পুলিশ। ওইদিনই মাসুসের ভাই মজনু মিয়া বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : দীর্ঘ ৫ মাস পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট চালু

এরপর আসামি গ্রেফতারে মাঠে নামে র‍্যাবের একটি দল। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ অক্টোবর) রাতে সাভার থেকে হত্যাকারী ফরিদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যানুযায়ী সিংগাইর উপজেলার আলমাস হোসেনের অটো-পার্টসের দোকান থেকে ছিনতাই করা অটোরিকশা ও উপজেলার গোবিন্দল এলাকা থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও গামছাসহ ফরিদের বাড়ি থেকে ভিকটিমের মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড