• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল অটোরিকশা চালকের

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর

০৭ অক্টোবর ২০২১, ২০:০৬
নিহত
নিহত রিয়াজ উদ্দীন। ছবি : অধিকার

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিয়াজ উদ্দীন (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নয়নপুর এলাকায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার সিপির মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় সে। নিহত রিয়াজ উদ্দীন (৪০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়ী চালা গ্রামের প্রয়াত আ. কাদিরের ছেলে।

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত গভীর রাতে ভালুকা থানা পুলিশের ফোনের মাধ্যমে জানতে পারেন তার চাচা রিয়াজ উদ্দীনকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের মেয়ে রিতা জানান, আমার বাবা দিনের চেয়ে রাতে বেশি অটোরিকশা চালাতেন। পরে বুধবার দিবাগত রাতে মনে হয় ওই দিকে খেপ নিয়ে গেলে কে বা কারা আমার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আমার বাবাকে পড়ে থাকতে দেখে এক গার্মেন্টস কর্মী ভালুকা থানা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে নয়নপুর বাজার এলাকায় বাবার মৃত্যু হয়।

সে আরও জানায়, আমরা চার বোন এক ভাই। আমরা গরীব মানুষ, আমাদের কোনো শত্রু নাই। ওরা কেন মারলো আমার বাবাকে। আমরা এর বিচার চাই।

আরও পড়ুন : গিনেস বুকে নাম লেখাতে চায় শ্রীপুরের ‘টুনটুনি’

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড