• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীঘিনালা উপজেলায় প্রথম নারী ইউএনও

  সোহেল রানা, দীঘিনালা, খাগড়াছড়ি

০৭ অক্টোবর ২০২১, ১৭:৩৭
ইউএনও
ইউএনও ফাহমিদা মুস্তফা স্বর্ণা। ছবি : অধিকার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২৩তম ইউএনও হিসেবে প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন ফাহমিদা মুস্তফা স্বর্ণা। এর আগে তিনি চট্টগ্রামে (ওয়াসা) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে কর্মরত ছিলেন।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন তিনি।

ওই অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস দীঘিনালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্ণ বলেন, দীঘিনালা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের সর্বদা সচেষ্ট থাকব।

আরও পড়ুন : খুলনায় কোকেন মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৫ জনের সাজা

উল্লেখ, এর আগে দীঘিনালা উপজেলায় কোনো নারীকে ইউএনও পদের দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে এবারই প্রথম দায়িত্ব পেলেন ফাহমিদা মোস্তফা স্বর্ণা। ফলে দীঘিনালা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড