• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঠবাড়িয়ায় প্রথমবারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

০৬ অক্টোবর ২০২১, ১৭:৩৮
আলোচনা সভা
অনুষ্ঠিত আলোচনা সভার একটি মুহূর্ত। ছবি : অধিকার

‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’- এ শ্লোগানে প্রথমবারের মতো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

সভায় বক্তারা বলেন, শিশু জন্ম নেওয়ার পরপরই জন্ম নিবন্ধন ও কোনো ব্যক্তি মারা গেলে মৃত্যু নিবন্ধন করা জরুরি। নিবন্ধন না থাকলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। এ জন্যই সরকার জন্ম ও মৃত্যুর নিবন্ধনের ব্যবস্থা করেছেন। এ সময় সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহ্বান জানান তারা।

আরও পড়ুন : দেওয়ানগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতর প্রধান, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড