• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

  শেখ শান্ত ইসলাম, খুলনা

০৫ অক্টোবর ২০২১, ২০:৫৩
গ্রেফতার
জাল সার্টিফিকেটসহ ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে গ্রেফতাররা। ছবি : অধিকার

জাল সার্টিফিকেটসহ ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে খুলনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনায় মঙ্গলবার (৫ অক্টোবর) সোনাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে একই দিন খুলনা মহানগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার দ্বিতীয় তলা থেকে জাল সার্টিফিকেটসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- নগরীর বয়রা বাজার এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে ইয়াসিন হোসেন (২৮) ও পাইকগাছা উপজেলার মধুখালী গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে শীবপদ মন্ডল (৪৩)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বয়রা বাজারের রনি ওয়ান লাইন সলিউশন ও অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে দুটি দোকানে অভিযান চালিয়ে ওই ২ জন প্রতারককে প্রতারণার বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় প্রতারণায় ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ২টি কি-বোর্ড, ২টি মাউস, একটি স্ক্যানার ও ৩টি প্রিন্টার জব্দ করা হয়।

আরও পড়ুন : মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি, থানায় জিডি

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জালিয়াতি করে মানুষের সাথে প্রতারণা এবং বিভিন্ন ভুয়া সনদ প্রদানের প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় আসামিদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করাসহ একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড