• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে নিসচা'র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  মনিরুজ্জামান, নরসিংদী

৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০
নরসিংদীতে নিসচা'র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রস্তুতিমূলক সভা (ছবি : দৈনিক অধিকার)

নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে নরসিংদী জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা শাখা নিসচার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগ।

নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা শাখা নিসচার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাওহীদ হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোমেন খান, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মরিয়ম আক্তার শিল্পী, অ্যাডভোকেট সাবেকুন্নাহার শিউলী, নুসরাত জাহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে, অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে নিসচা।

সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী শাখা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মাসব্যাপী কর্মসূচী পালন করবেন।

এর মাঝে থাকছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা, সড়ক ও মহাসড়কের চালকদের সচেতন করা, জাহানারা কাঞ্চনের স্মরণে দোয়া ও আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালি, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী।

আরও পড়ুন : রূপগঞ্জে আগুন, শ্রমিকের মরদেহ হস্তান্তর

তিনি আরও জানান, এ বছর ২২ অক্টোবর ৫ম বারের মত “জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে পালন করা হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রাধে করি” নির্ধারণ করা হয়েছে। আমারাও নিসচার নির্দিষ্ট স্লোগানের পাশাপাশি সরকারি স্লোগানকে সামনে রেখে দিবসটি যাথাযথ্য ভাবে পালন করব।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড