• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

  আল মামুন, জয়পুরহাট

২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬
আদালত
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এই কারাদণ্ডাদেশ দেন। ছবি : অধিকার

স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় জয়পুরহাটে মোমিন আকন্দ নামে এক যুবককে ৬০ বছরের কারাদণ্ডসহ মোট ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) রুস্তম আলী এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়া গ্রামের মামুন আকন্দের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে মোমিন আকন্দ তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীকালে তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৬ জন আসামির মধ্যে মোমিন আকন্দের নামে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন : নালায় তলিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল দৈনিক অধিকারকে যুবকের কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণ ও ধর্ষণের দায়ে আসামিকে ৩০ বছর করে মোট ৬০ বছর এবং ৫ লাখ ও ৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরসহ মোট ৭২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড