• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০
গোলটেবিল বৈঠক
অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের একটি মুহূর্ত। ছবি : অধিকার

ফেনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশিষ্টজনরা বলেন, তথ্য পাওয়া মানুষের অধিকার। সরকারের উচিৎ তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। এ জন্য আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরি ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবি জানান তারা।

অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঞা, সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির প্রমুখ।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন। সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লক্ষণ বণিক বৈঠকে সভাপতিত্ব করেন। এ ছাড়া বৈঠক সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আরও পড়ুন : খুলনায় করোনা উপসর্গে নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

অন্যদের মধ্যে বৈঠকের আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ প্রমুখ।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড