• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে সরকারি খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

  সাদ্দাম হোসেন, সাভার

২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯
উদ্ধার অভিযান
সরকারি খাল উদ্ধার অভিযানের একটি মুহূর্ত। ছবি : অধিকার

সাভারে অবৈধভাবে দখল হয়ে যাওয়া হেমায়েতপুরের ঐতিহ্যবাহী সরকারি খাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে খালটি উদ্ধার করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এলাকাবাসীরা জানায়, সাভারের হেমায়েতপুর থেকে জয়নাবাড়ি হয়ে তেঁতুলঝোড়া দিয়ে ধলেশ্বরী নদীতে মিলেছে শতবর্ষী এই খালটি। গত কয়েক বছর ধরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে খালটি বিভিন্ন ব্যক্তি দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে। খালটি দখল হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী এলাকাবাসী।

একপর্যায়ে সোমবার সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সালেহ প্রামাণিকসহ স্থানীয় লোকজনকে সাথে নিয়ে খালটি উদ্ধার করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় খালের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা, দোকানপাট দ্রুত সময়ে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন : মানিকগঞ্জে হেরোইন ও জাল নোটসহ আটক ২

অভিযানে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড