• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক-সুশীল সমাজের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  আরাফাত আলী, সাতক্ষীরা (কালীগঞ্জ)

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭
মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক-সুশীল সমাজের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ সমস্যা, সম্ভাবনা ও মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্প এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কালীগঞ্জ রাজস্ব অফিস পাঠাগার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট মনির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিপোর্টস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব আলী সরদার, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।

আরও পড়ুন : কালিগঞ্জে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন- উপজেলা জলমহাল কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, চিংড়িখালি ফেডারেশনের সভাপতি মধু সরদার, ভূমিহীন নেতা মোর্শারফ হোসেন, বন্দকাটি সততা মৎস্যজীবী সমিতির সভাপতি মিলন মণ্ডলসহ বিভিন্ন জেলেরা।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড