• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  সাদ্দাম হোসেন, সাভার (ঢাকা)

২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী নবী দেওয়ানের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাদের উপর থাকা ৩৬ হাজার মেগাওয়াটে ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পিএমকে হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। পরবর্তীতে সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে আব্দুল হালিমের ছেলে জুবায়েরের সাথে কথা বললে তিনি জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। আমরা মৃত শাহ আলমের পরিবারের সাথে সমঝোতা করছি।

আরও পড়ুন : কয়রাবাসীর ভোগান্তি লাঘবে সড়ক প্রশস্তকরণ কাজ চলমান

আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক বলেন, ঘটনাটি জানা নেই। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড