• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিকলী হাওরে ডুবে যাওয়া দুই পর্যটকের একজনের লাশ উদ্ধার

  এসআই সহিদ, কিশোরগঞ্জ

২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলীর হাওরে বন্ধুদের সাথে ঘুরতে এসে ডুবে গিয়ে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে রনি (২২) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ের হাওরে এ লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া পর্যটক এবং নিখোঁজ রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। এছাড়া নিখোঁজ অপর পর্যটক মো. আলমগীর (২০)-এর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ থাকা পর্যটক মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। তারা দুইজনই ঢাকায় পিকআপ চালাতেন। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা হতে দুই পর্যটক নিকলী আসেন। এর মধ্যে একটি টিমে ২৫-২৬ জন এবং অপর টিমে ৩০-৩৫ জন পর্যটক ছিলেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় তারা গোসল করতে নামেন। এ সময় আলমগীর ও রনি নামে দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন : কয়রাবাসীর ভোগান্তি লাঘবে সড়ক প্রশস্তকরণ কাজ চলমান

উদ্ধার অভিযানের একপর্যায়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টা ২০ মিনিটে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে রনির লাশ উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড