• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  মো. সাগর মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮
নৌকাবাইচ
অনুষ্ঠিত নৌকাবাইচের একটি মুহূর্ত। ছবি : দৈনিক অধিকার

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে ওই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, মেয়র খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।

পরে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা বড় নৌকা (সরঙ্গা) ও বড় নৌকা (ছিপ) এর প্রথম পুরস্কার বিজয়ীদের ৫০ হাজার ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের হাতে এলইডি টেলিভিশন তুলে দেন। একই সাথে ছোট নৌকার প্রথম পুরস্কার বিজয়ীদের মাঝে ২৫ হাজার ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের হাতে এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : শ্বশুরবাড়ির বদলে স্কুলে ফিরল ১৪ বছর বয়সী শিক্ষার্থী

এবারের নৌকাবাইচে অংশ নেয় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছোট-বড় নানা নামের কুষা, ঘাসি, চিপা ও ময়ূরপঙ্খী নৌকা। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নদের দুই পাড়ে প্রায় লক্ষাধিক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ লাখো মানুষ ভিড় জমিয়ে নৌকাবাইচ উপভোগ করেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড