• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে এএনআর বাগান পরিদর্শন করলেন প্রধান বন সংরক্ষক

  কবির হোসেন, কাপ্তাই, রাঙামাটি

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫
কাপ্তাইয়ের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর এএনআর বাগান পরিদর্শন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ সরকারের প্রধান বনসংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী রাঙামাটির কাপ্তাইয়ে এএনআর বাগান পরিদর্শন করেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘাগরা বন স্টেশনে স্টাফ ব্যারাক উদ্বোধন শেষে কাপ্তাই আসেন তিনি।

পরে প্রধান বন সংরক্ষক দক্ষিণ বন বিভাগের অ্যাসিস্টেট ন্যাচারাল রিজেনারেশন (এএনআর) বাগান পরিদর্শন করেন কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জ এলাকায়। ওই দুই রেঞ্জে সাড়ে ছয়শত হেক্টর বাগানে লাগানো প্রায় চার লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা ঘুরে দেখেন।

এ সময় রাঙামাটি বন সংরক্ষক মুহাম্মাদ সুবেদার ইসলামসহ বন বিভাগীয় কর্মকর্তা, বখতিয়ার নুর ছিদ্দিক (এফডিটিসি পরিচালক), মো. রফিকুজ্জামান শাহ্ (ডিএফও), অজিত কুমার রুদ্র (ডিএফও), এএনএম আব্দুল ওয়াদুদ (ডিএফও), জিএম মোহাম্মদ কবির (ডিএফও) আবুল কালাম (ডিএফও), সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাধ চাকমা, মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান, আনিসুর রহমানসহ বিভিন্ন রেঞ্জের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কয়রাবাসীর ভোগান্তি লাঘবে সড়ক প্রশস্তকরণ কাজ চলমান

তিনি রবিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটির ফারুয়া ও আলিখিয়ং রেঞ্জের এএনআর বাগান পরির্শন করবেন বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

ওডি/এএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড