• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে পুলিশের উদ্যোগে হারানো মুঠোফোন হস্তান্তর মেলা

  মো. নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০০
মানিকগঞ্জ থানা
মানিকগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২০ জন ব্যক্তির হারানো মুঠোফোন উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়। ছবি : দৈনিক অধিকার

ডিজিটাল মাধ্যমে পুলিশের উপস্থিতি বাড়ার ফলে সেবা প্রার্থীদের সেবা প্রাপ্তি অনেক সহজ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের সকল থানা ও সার্কেল অফিস ফেসবুক পেইজ চালু করায় সংশ্লিষ্ট থানা এলাকার নাগরিকগণ সহজেই বিভিন্ন সেবা প্রাপ্তির বিষয়ে তথ্য পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মানিকগঞ্জ থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ তাদের বিভিন্ন ব্র‍্যান্ডের হারানো মুঠোফোন উদ্ধারে সদর সার্কেল অফিসের ফেসবুক পেইজে যোগাযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার (সদর সার্কেল) পরামর্শে সেবাপ্রার্থী সকলে থানায় সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীকালে মানিকগঞ্জ থানার এসআই রিপন দাস, এসআই বিপ্লব বড়ুয়া, এসআই সুমন সরকার, এএসআই শরিফুল ইসলাম ও এএসআই বুলবুল আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে ২০ জন ব্যক্তির হারানো মুঠোফোন উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত বিভিন্ন ব্র‍্যান্ডের মুঠোফোনের মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা।

আরও পড়ুন : শেষ বয়সে ষাটোর্ধ বৃদ্ধের ইসলাম গ্রহণ, অতঃপর বিয়ে!

এই অভূতপূর্ব আয়োজনের ফলে সেবাপ্রার্থী নাগরিকগণ বাংলাদেশ পুলিশ তথা মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড