• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাউজানে পাহাড়ি চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  রাউজান প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬
রাউজানে পাহাড়ি ছোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাউজানে হরিপদ (২৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। সহযোগিতা করতেন তার স্ত্রী রত্না। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা আবু ছালেকের সহযোগিতায় ১২০ লিটার পাহাড়ী চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাউজান থানা সূত্র মতে, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত সুনিল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদ তার নিজ বসতঘরে পাহাড়ি ছোলাই মদ এনে বিক্রি করতেন। মাদক কারবারে জড়িত থাকায় কয়েকমাস আগেও একবার গ্রেফতার হয়েছিল সে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ১২০ লিটার মদসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন. ‘রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে রাউজানকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান আব্যাহত আছে।’

আরও পড়ুন : বাসাইলে অধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

উল্লেখ্য, মদসহ গ্রেফতার হওয়া দম্পতির স্কুল পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড