শফিউল আজম, পটিয়া চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ইউছুপ জর্দা ফ্যাক্টরি নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের শাহ্ ছমিয়া নগর ১ নম্বর ওয়ার্ডের ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।
অভিযানে কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানাসহ ১৫ কার্টুন নকল জর্দা উদ্ধার করে তাৎক্ষণিক তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
আরও পড়ুন : পঞ্চগড়ে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা জানান, অনুমোদনহীনভাবে জর্দা প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও বিএসটিআই এর ট্রেডমার্ক ব্যবহার করা ইত্যাদি অভিযোগে ইউছুপ জর্দা ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। পরে তামাক নিয়ন্ত্রণ আইন, বিএসটিআই আইন ও ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করার কারণে ভোক্তা অধিকার আইনে ফ্যাক্টরির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ওডি/নিলয়
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড