• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ৫ পুলিশ কনস্টেবল দগ্ধ

  হামিদ রনি, নোয়াখালী

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬
ছবি : দৈনিক অধিকার

নোয়াখালীতে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলেন- বোরহান, আনান, সাকিল, রাকেশ ও বেসান্ত। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আজীম জানান, আমাদের ডাক্তারগণের মাধ্যমে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা ২ পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা নিরাপদে আছে এবং তাদেরকে বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড