• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে খাদ্য তৈরির কারখানায় পাঁচ হাজার টাকা জরিমানা

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩
চট্টগ্রাম
(ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত খোলা স্থানে শিশু খাদ্য (চিপস, চানাচুর) তৈরি ও বাজারজাতকরণের দায়ে 'মায়ের দোয়া’ নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের নিচে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

এসময় শিশু খাদ্য তৈরীর কাঁচামাল বিনষ্ট করা হয় এবং অনুমোদনহীন চিপস, চানাচুর তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক দক্ষিণ জোয়ারা এলাকার আবুল খায়েরের ছেলে মো. জসিম উদ্দিনকে (৪০) ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে কারখানাটিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে শিশুখাদ্য উৎপাদনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড