• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

 ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান' ফেনী

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০
ফেনী
ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডিত ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও আরেক বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা ও রেদওয়ান আহমেদ রানজীব।

আইনজীবীরা জানান, আদালত জামিন আবেদনটি আউট অব লিস্ট করে দিয়েছেন। আমরা এখন অন্য বেঞ্চে আবেদন করব।

প্রসঙ্গত, ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

ওই মামলায় ২০১৯ সালের ২৮ নভেম্বর মোয়াজ্জেমকে ৮ বছরের কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুটি ধারায় আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। একই সঙ্গে জামিন চেয়ে আবেদন করা হয়।

আরও পড়ুন : কালীগঞ্জের চিনিকল রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ

এছাড়াও গত বছর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেছিলেন মোয়াজ্জেম। কিন্তু হাইকোর্ট তাকে জামিন দেয়নি।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড