• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনাগাজীতে বিএনপির দুই নেতা-নেত্রী কাউন্সিলর নির্বাচিত

  ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪
সোনাগাজী
ছবি : সংগৃহীত

সোনাগাজী পৌরসভা নির্বাচনে দলীয় বাধা এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিএনপির দুই নেতা-নেত্রী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এরা হলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম উদ্দিন ভূঞা ও উপজেলা মহিলা দলের সভাপতি মনিহার বেগম।

এদের মধ্যে ইমাম উদ্দিন ভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে (পানির বোতল) প্রতিক নিয়ে ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবদুল হালিম সোহেল ভূঞা (উট পাখি) প্রতিক নিয়ে পেয়েছেন ১০৭ ভোট। তারা দুই জনেই একই বাড়ির বাসিন্দা।

অপরদিকে, মনিহার বেগম সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে (আনারস) প্রতিক নিয়ে ১,৪০২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনিও এ নিয়ে দুই বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পৌর মহিলা লীগের সভাপতি উম্মে ফাতেমা (টেলিফোন) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৯৮ ভোট।

তবে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে অংশ নেওয়ায় এখন পর্যন্ত বিএনপির এই দুই নেতা-নেত্রির বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির নেতারা কোন মন্তব্য করতে রাজি হননি।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড