• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাট-বাজা‌রের জ‌মি দখ‌লের অভিযোগ

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২
পাকা ঘর নির্মাণ
জ‌মি দখল ক‌রে পাকা ঘর নির্মাণ (ছবি : দৈনিক অধিকার)

জামালপুর জেলার বক‌শীগঞ্জ উপ‌জেলায় হাট-বাজা‌রের জ‌মি দখ‌লে নি‌য়ে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আ.লীগ নেতার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপ‌জেলার জব্বারগঞ্জ বাজা‌রে হুমায়ূন ক‌বির সবুজ দলীয় প্রভাব খাঁটিয়ে হাট-বাজা‌রের জ‌মি দখল ক‌রে পাকা ঘর নির্মাণ ক‌রে আসছে। সবুজ মেরুরচর উনিওনের আওয়ামী লী‌গের সভাপ‌তি।

এ ব‌্যাপা‌রে তিনি অধিকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ব‌লেন, নির্মাণাধীন পাকা ঘ‌রের জ‌মি তার পৈতৃক সূত্রে পাওয়া।

অপরদিকে উক্ত জ‌মির মা‌লিকানা দাবী ক‌রে মাহারানী না‌মে এক নারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাব‌রে অভিযোগ পাঠিয়েছে। মাহারানী উজান খেওয়ারচর গ্রা‌মের মৃত আজগর আলীর কন্যা।

তি‌নি অভিযোগে বলেন, পৈতৃক ওয়া‌রিশ সূত্রে পাওয়া ওই সম্পত্তি। যাহার খতিয়ান নং আরওআর ১৩৯৯, বিআরএস ৩০২৯, দাগ নং আরওআর ৬৩৪, ৬৪৫ ও ৬৪৮, বিআরএস ১৮৪০, ১৮৪২ ও ১৮৪৪ নং জ‌মি জোর-জবর দখল ক‌রে দীর্ঘদিন যাবত সবুজ ভোগদখল ক‌রে আস‌ছে। এ নি‌য়ে স্থানীয়ভাবে ক‌য়েক দফায় সা‌লিশ-বৈঠক হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগে প্রকাশ ক‌রেন।

জানা ‌গে‌ছে, জব্বারগঞ্জ বাজা‌রে ১০ একর জ‌মি সরকা‌রি মা‌লিকানায় র‌য়ে‌ছে। ৯ একর জায়গা পে‌রি‌ফে‌রি করা আছে।

যা প্রয়োজ‌নে হাট-বাজা‌রের উন্নয়‌নে যে‌ কোনো সময় ব্যবহার করা হ‌বে। জ‌মি দখ‌লে নি‌য়ে পাকা ঘর নির্মাণে হাট-বাজ‌রের উন্নয়নে বাঁধাগ্রস্ত করায় প্রতিকার প্রয়োজন ব‌লে দাবী বিজ্ঞমহ‌লের।

আরও পড়ুন : কুমারখালিতে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন

এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুন মুন জাহান লিজা অধিকারকে বলেন, জ‌মি‌টি পে‌রি‌ফে‌রি করা, স্থায়ী কোনো স্থাপনা করা যা‌বে না। ত‌বে জ‌মির মা‌লিকানা দাবী ক‌রে অভি‌যোগ দি‌লে বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌বে। ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড