• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরিষাবাড়ীতে মিথ্যা প্রতিবেদন দিয়ে হয়রানির অভিযোগ

  রাইসুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর)

২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪
জামালপুর
সরিষাবাড়ী থানা (ছবি : দৈনিক অধিকার)

জামালপুরের সরিষাবাড়ীতে থানায় মিথ্যা প্রতিবেদন দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বিবাদীগণ।

বিবাদী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার এসআই গোলাম মোস্তফা দায়ের করা মামলার ঘটনাস্থল তদন্ত না করেই মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। ৩ মে সকালে ২শ ৬০মণ ভুট্টা চুরির মিথ্যা মামলার প্রতিবেদন দিয়ে আবজাল ফকির ও জহুরুল ইসলাম গংকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এস আই গোলাম মোস্তফা এই মামলাটির সত্য প্রতিবেদন আদালতে দিবে বলে বিবাদীদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ার কারণে ৩০ জুন আদালতে ৩০৭/৩৭৯ ধারার অপরাধে মিথ্যা প্রতিবেদন দেয় বলে অভিযোগ করেন বিবাদী আবজাল ফকির ও জহুরুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের শহিদ ও জগলু মামলাবাজ প্রকৃতির লোক। ৩ মে আদালতে আবজাল ফকির ও জহুরুল ইসলামসহ ১৬ জনকে বিবাদী করে মিথ্যা ভুট্টা চুরির মামলা করেন শহিদ ও জগলু। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য দাবি করেছেন গ্রামের সচেতন মহল।

এ ব্যাপারে আবজাল ফকির বলেন, উপজেলার চর জামিরা দিগলকান্দি মোজার সিএস খতিয়ান নং ৪৯, সিএস দাগ নং-৫০, জমির পরিমান ১.৪৮ শতাংশ ক্রয় করি। আমরা দীর্ঘদিন ধরে জমিতে ধান পাট ভুট্টা চাষবাদ করে আসছি।

ক্রয় সূত্রে মালিক জিন্দার আলী বলেন, অনেক বছর ধরে চর জামিরা দিগলকান্দি মোজা ধান পাট মরিচ গম ভুট্টা চাষবাদ করে খাই যার সিএস খতিয়ান নং-৮১, সিএস দাগ নং-৫১, জমির পরিমাণ ১.০৩ শতাংশ।

মামলার সাক্ষীগনদের মধ্যে জুরান আলী, আব্দুল আজিজ, সাইদুর রহমান, চান মিয়া, মোজাম বলেন, সরিষাবাড়ী থানার এস আই গোলাম মোস্তফা আমাকে কোন দিন এ ব্যাপারে জিজ্ঞাসা করে নাই। তবে আবজাল ফকির জহুরুল ইসলাম গং এরা নিজেদের জমিতে নিজেরাই ভুট্টা চাষ করে এবং পাকা ভুট্টা কেটে তুলে নিয়ে যায়। আমাদের গ্রামে ভুট্টা চুরির ঘটনা কখন ঘটেনি। এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন।

আরও পড়ুন : বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীর মৃত্যু

এ বিষয়ে এস আই গোলাম মোস্তফা জানান, ঘটনার তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ প্রাথমিকভাবে সত্য বলেই ধারণা করা হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড