• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে দরজায় দরজায় চিরকুটসহ টাকা!

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১
চিরকুট
দরজায় দরজায় রেখে যাওয়া চিরকুট ও টাকা। ছবি : দৈনিক অধিকার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বেশ কয়েকটি বাড়ির দরজার সামনে চিরকুটসহ টাকা পাওয়া গেছে। রাতের আধারে চিরকুট ও টাকায় স্টাপলার লাগিয়ে দরজায় দরজায় রেখে যাওয়ার এমন ঘটনা এলাকাজুড়ে আলোড়নের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার সুখাতি ভাটিয়াটারী গ্রামে। তবে এটি রসিকতা নাকি অন্য কিছু এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন দৈনিক অধিকারকে জানান, কথাটি আমার কানেও এসেছে। কে বা কারা এসব কাজ করেছে তা বোধগম্য নয়।

পৌরসভা এলাকার সুখাতি ভাটিয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে রাতের খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আধা ঘণ্টা পর হঠাৎ বাড়িতে মানুষের পায়ের শব্দ পেয়ে উঠে পরি। পরে দরজা খোলার শব্দে একজনকে ছুটে বের হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পিছু নিয়েও তাকে হারিয়ে ফেলি। তবে ফিরে এসে দেখি দরজার মধ্যে একটি চিরকুট পরে আছে। তার সাথে ১০০ টাকার একটি নোট স্টাপলার দিয়ে আটকানো। চিরকুটে লেখা ‘এই টাকাটা ক্ষতি করেছি মাফ করে দিবেন।’

পরে খোঁজ নিয়ে দেখি আরও চারজনের বাড়িতে এমনভাবে টাকা ও চিরকুট রেখে যাওয়া হয়েছে। এরমধ্যে একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, ঈসমাইলের ছেলে আব্দুস ছাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা এবং ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকাসহ একটি চিরকুট পাওয়া গেছে।

বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ভিড় জমায় সেখানে। এটি কার কাণ্ড তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে পাঁচ জনের কেউই মনে করতে পারেননি কেউ তাদের এই ধরণের টাকার ক্ষতি করেছেন কিনা। ফলে দুশ্চিন্তায় পড়ে গেছেন ওইসব বাড়ির লোকজন। এটি নিছক রসিকতা নাকি অন্য কিছু এই নিয়ে বিভ্রান্ত সবাই।

আরও পড়ুন : ‘আমি নাকি ৫ বছর আগেই মারা গেছি’

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. নবিউল হাসান দৈনিক অধিকারকে জানান, ‘এমন ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড