• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৯
চাঁদপুর
নিহত নওরোজ আফরিন প্রিয়া (ছবি : সংগৃহীত)

চাঁদপুরের শাহরাস্তিতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে নওরোজ আফরিন প্রিয়াকে (২১) কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে তার নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে।

প্রিয়া ছোটপোদ্দার বাড়ীর প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। অহনা (২) নামে তাদের একটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন, ঘটনার সংবাদ পেয়ে লোকজন জড়ো হয়। তখন প্রিয়ার মরদেহ তার শয়ন কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মা রুমি আক্তার জানান, প্রিয়ার মেয়ে আহনা অসুস্থ। তার জন্য ঔষধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। ওখান থেকে এসে দেখি মেয়ের রক্তাক্ত নিথর দেহ।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এতো বড় শত্রু আছে বলে জানি না।

প্রিয়ার একমাত্র ভাই পরশ বলেন, ওই সময় আমি বাসায় ছিলাম না। কি হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই হৃদয় চৌধুরী আমাদের এখানে ৫ দিন বেড়ানোর পর আপুকে রেখে কুমিল্লায় চলে যান। কে আমার আপুকে এভাবে হত্যা করলো তা জানি না।

স্থানীয়রা জানায়, পরকীয়া জনিত কারণে এমন ঘটনা হতে পারে। তবে এই পরিবারের সাথে কারও পূর্ব শত্রুতা নেই বলে জানান অনেকে।

আরও পড়ুন : শ্বশুরবাড়ি যেতে বলায় নববধূর আত্মহত্যার চেষ্টা

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি, তদন্ত চলমান। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড