• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় বাসের ধাক্কায় দুই নারী নিহত

  আব্দুস সালাম বাবু, বগুড়া

১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮
অটোরিকশা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : দৈনিক অধিকার

ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বগুড়া শহরে দুই নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও একই এলাকার আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)।

বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হতাহতরা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৬ জন যাত্রী গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করেন।

এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আনোয়ারা মারা যান এবং টিমএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ হামিদুনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতরা সম্পর্কে আত্মীয়। শুক্রবার সকালে পারিবারিক কোনো একটি দাওয়াতে অংশ নিতে তারা কোথাও যাচ্ছিলেন।

আরও পড়ুন : প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা দৈনিক অধিকারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘাতক বাসটি শনাক্ত পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড