• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান

  নেহাল আহম্মেদ,আদমদীঘি (বগুড়া)

১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৭
বগুড়া
(ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের এইচ. এ.পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের এইচ.এ. পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে উপজেলার নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কবিতা খানম।

তিনি বলেন, বগুড়ার আদমদীঘি উপজেলায় স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশের জাতীয় পরিচয়পত্রও স্মার্ট হয়েছ। যারা ১৮ বছরের ওপরে তারা প্রত্যেকের কাছেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌছে দিবো। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে তিনি আরও বলেন, জাতীয় পরিচয় সংশোধনের জন্য কাউকেই নিবার্চন অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরিচয় পত্র সংশোধন করা যাবে।

বগুড়া জেলা বিঙ্গ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম,বগুড়ার বিপিএম-সেবা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব আলম শাহ্ ,আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, সান্তাহার পৌরসভার মেয়র, তোফাজ্জল হোসেন ভুট্টু।

আরও পড়ুন : নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা

আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড