• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা

  রেজা রায়হান, পত্নীতলা (নওগাঁ)

১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫২
নওগাঁ
শেষ বিদায় জানানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলামকে (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের গোলকাহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম (৬৮) অসুস্থতা জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৫ টায় তিনি ইন্তেকাল করেন।

নিজ গ্রামে বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাঁকে গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী, দুই কন‍্যাসন্তান এবং মুক্তিযুদ্ধের সহচরসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

তাঁকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি বিশেষ দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তি যোদ্ধা মোখলেছার রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, আমাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসরাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল হোসেন, ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমূখ।

এসময় মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারন করা হয়।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড