• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকা‌রি চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রি, আটক ৩

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২২
কুড়িগ্রাম
খাদ্য বান্ধব কর্মসূ‌চির চাল (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের উলিপুরে খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ২০ বস্তা চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রির সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করেন জনতা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপু‌রের ঘটনা‌টি ঘটে। এ ঘটনায় গভীর রা‌তে একটি মামলা করা হয়।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদ‌র্শী সূ‌ত্রে জানা গে‌ছে, সোমাবার দুপুর দেড়টার দি‌কে উ‌লিপুর খাদ‌্য গুদাম থে‌কে দু‌টি ভ‌্যা‌নে করে ৫০ কে‌জি ওজ‌নের সরকা‌রি সিলযুক্ত ২০ বস্তা চাল বের হয়। প‌রে ভ‌্যান দু‌টি শহরের মধ‌্য বাজা‌রের মেসার্স কা‌শেম চালকলের মালিক সেকেন্দার আলীর দোকা‌নে না‌মি‌য়ে দিতে থাকেন।

এ সময় স্থানীয় লোকজ‌নের সন্দেহ হ‌লে ভ‌্যানসহ চাল জব্দ ক‌রে পুলিশে খবর দেন। খবর পে‌য়ে তাৎক্ষ‌নিক পু‌লিশ এসে ভ্যান চালক আব্দুল কুদ্দস ও শহীদ আলীর কা‌ছে জানতে চান। তাদের ভাষ‌্যম‌তে চালগু‌লো খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ডিলার পু‌বেল সরদারের। এসব চাল খাদ‌্য ব‌্যবসায়ী সে‌কেন্দার আলীর কা‌ছে বি‌ক্রির করেছেন। খবর পে‌য়ে উপজেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসু‌নিয়া ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শা‌হিনুর রহমান ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

এ নি‌য়ে দিনভর চ‌লে নানান নাটকীয়তা। প‌রে পু‌লিশ ২০ বস্তা চাল, দোকান ম‌্যানেজার আ‌নোয়ার হোসেনসহ ভ্যান চাল‌কদের থানায় নি‌য়ে আসেন। পরে সোমবার রা‌তে উপ‌জেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসুনিয়া বাদী হ‌য়ে খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ডিলার পু‌বেল সরদার, দোকান মা‌লিক সে‌কেন্দার আলী ও ম‌্যা‌নেজার আনোয়ার ‌হো‌সেনকে আসামি ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

সরকা‌রি চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রির সময় হা‌তে না‌তে ধরা পড়‌লেও দিনভর খাদ‌্য গুদাম কর্মকর্তাদের নানা নাটকীয়তার পর গভীর রাতে মামলা হওয়ায় গুদাম কর্মকর্তাদের ভু‌মিকা নি‌য়েও জনম‌নে প্রশ্ন র‌য়ে‌ছে।

আভিযোগ উঠেছে, খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান উলিপুরে যোগদা‌নের পর থে‌কে বিভিন্ন অনিয়ম ও দু‌র্নী‌তে জ‌ড়ি‌য়ে পড়েন। খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির চাল কালোবাজারে বিক্রির সা‌থে এ কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে উপ‌জেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসু‌নিয়া ব‌লেন, সরকারি চাল আটকের ঘটনায় থানায় এজাহার দেয়া হ‌য়ে‌ছে।

আরও পড়ুন :

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইমতিয়াজ কবির মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় দোকান ম‌্যা‌নেজার‌কে আটক করা হয়েছে। স্বাক্ষীদের জবানবন্দির জন্য ভ্যান চালকদের আদালতে পাঠানো হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড