• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলিয়ারচরে শালিশের শেষ মুহুর্তে কৃষকের আত্মহত্যা

  ভৈরব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭
আত্মহত্যা
আত্মহত্যা (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জের কুলিয়ারচর জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে শালিশের শেষ মুহুর্তে লটকন গাছে ফাঁসি নিয়ে আবু তাহের (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের মো. সবজ আলীর বড় ছেলে আবু তাহের (৪৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট চাচা মো. জাহাজ আলীর সাথে বিরোধ হয়ে আসছে আবু তাহের ও তার পিতা মো. সবজ আলীর।

এ ঘটনায় স্থানীয়দের নিয়ে একাধিক শালিশ ও দরবার হয়েছে। কিন্তু চাচা মো. জাহাজ আলীর দখলে থাকা প্রায় সাড়ে তিন কানি (প্রায় ১ একর ২০ শতাংশ) জমি ফিরে পেতে বরাবরের মতো স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বড়চারা বাজার মাছ মহলে শালিশের আয়োজন করেন।

উক্ত দরবারে বিবাদী মৃত. মান্নানের ছেলে মো. জাহাজ আলী (ছোট চাচা) উপস্থিত না হওয়ায় ক্ষোভে লটকন বাগানের লটকন গাছে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন আবু তাহের।

এ ঘটনায় কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মাদারীপুরে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

এছাড়া ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি রেজওয়ান আহমেদ দীপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড