• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা : শামীম ওসমান

  নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪
শামীম ওসমান এমপি, দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের আগে (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা। শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে আপনার আমার সকলের সন্তানের ভবিষ্যত। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ভবিষ্যত নষ্ট করা হয়েছিল। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের আগে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভুইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন : এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীবসহ চার ভাই ৭ দিনের রিমান্ডে

রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, সোনারগাঁ উপজেলায় ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে শুধু ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড