• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসাইলে বাড়ির উঠানে শিক্ষার্থীদের পাঠদান

  মিলন ইসলাম, বাসাইল (টাঙ্গাইল)

১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮
টাঙ্গাইল
বাড়ির উঠানে শিক্ষার্থীদের পাঠদান (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়নের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি ওঠায় বাড়ির উঠানে পাঠদান করছে শিক্ষার্থীরা।

মহামারি করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার।

রবিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসাইল সদর ইউনিয়নের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের জমিদাতা হাজী নজির হোসেনের বাড়ির উঠানে ও ঘরের ভিতর পাঠদান করছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়,উপজেলায় ৭৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ৪৯টি বিদ্যালয়ের মাঠে পানি রয়েছে। উপজেলায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদরাসা এবং ৩টি কলেজ রয়েছে। তারমধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি রয়েছে।

রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা আক্তার পপি বলেন, বিদ্যালয়ে পানি থাকার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। করোনাভাইরাসের কারণে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দীর্ঘ প্রতিক্ষার দেড় বছর পর বিদ্যালয় খুলেছে। কোমলমতি শিশুদের আজকে আনন্দের দিন ছিল। কিন্তু সেই আনন্দদায়ক দিনটিকে উপভোগ করার সুযোগ করে দিতে পারিনি। বিদ্যালয়ে পানি থাকার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পারিনি। বাড়ির উঠানে ও ঘরের ভিতরে পাঠদান করতে হয়েছে। এখনো বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ২-৩ ফিটের মতো পানি রয়েছে।

আরও পড়ুন : রাসায়নিক ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ

বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল জানান, উপজেলায় ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪৯টিতে বন্যার পানি রয়েছে। পাঁচটি বিদ্যালয়ের মধ্যে ২টি বিদ্যালয়ের পানি নেমে গেছে, ৩টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি থাকায় ২টি বিদ্যালয়ের দ্বিতীয় তলায়, ১টি বিদ্যালয়ের বাড়ির উঠানে ও ঘরের ভিতর পাঠদান হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান সম্পূর্ণ হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড