• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪
বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ ফ ম রুহুল হকসহ অন্যরা। ছবি : দৈনিক অধিকার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ ফ ম রুহুল হক।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাজীরহাট বাজারে ফলদ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ ফ ম রুহুল হক। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।

আরও পড়ুন : সন্ধ্যা নামলেই ভয়ংকর হয়ে ওঠে নওগাঁর ‘বান্ধা সাঁকো’

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড