• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে এক সাথে তিন নবজাতকের জন্ম

  আল মামুন, জয়পুরহাট

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২
ফুটফুটে তিন নবজাতক (ছবি : দৈনিক অধিকার)

জয়পুরহাটে বিলকিস বেগম (৩৫) নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তান প্রসব করেছেন। তিন সন্তানের মধ্যে দু’জন ছেলে ও ১ জন মেয়ে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়। গৃহবধূ বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানসহ তাদের মা এখন সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই, মহান আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আমি আমার সন্তানদের জন্য দোয়া চাই।

এদিকে একসাথে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।

আরও পড়ুন : অনুমোদন ছাড়া ব্যাংক হিসাব খুলতে পারবে না ‘নগদ’

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, গৃহবধূ বিলকিস বেগমকে একমাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুরে আমাদের চিকিৎসক ডা. নাছিমা আক্তার নীনা এবং নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই প্রসব সম্ভব হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড