• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদরাসায় নিয়োগ পরীক্ষার আবেদনে অনিয়মের অভিযোগ

  জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৬
চট্টগ্রাম
আবেদন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা অহিদীয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষার আবেদন পত্রে অপকৌশলের মাধ্যমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মহাপরিচালক ঢাকা বরাবর এ অভিযোগ করেন নিয়োগ পরীক্ষায় আবেদনকারী মোহাম্মদ ওবাইদুল্লাহসহ দুইজন প্রার্থী।

মঙ্গলবার (৭ সেপ্টম্বর) বিকালে কর্ণফুলী ইউএনও কার্যালয়েও অভিযোগের কপি প্রদান করেন অভিযোগকারীরা। তাদের অভিযোগ পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে অপকৌশলের আশ্রয় নেয় কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ অস্বীকার করেন মাদরাসা কর্তৃপক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে অভিযোগকারীরা স্বশরীরে ঐ মাদরাসায় উপস্থিত হয়ে তাদের আবেদন জমা দিতে গেলে মাদরাসার শিক্ষক মাওলানা ওসমান গণি তাদের কাছ থেকে আবেদন পত্র গ্রহণ করেন। এ সময় তারা আবেদনের রিসিভ কপি চাইলে দেওয়া যাবেনা বলেও জানান। কিন্তু আগামী শুক্রবার নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারন করে সব প্রার্থীকে মুঠোফোনে উপস্থিত হওয়ার আহ্বান জানালেও অভিযোগকারী ২ জনকে জানানো হয়নি। পরবর্তিতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানতে পারে তাদের জমাকৃত আবেদন ফাইলে প্রয়োজনীয় কাগজ-পত্র না থাকায় বাছাই কমিটি বাতিল করেছে।

এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, আবেদন পত্র দেওয়ার সময় রিসিভকপি চাইলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমানগনি দেয়নি। তিনি নিজে প্রার্থী হয়ে কিভাবে আবেদন পত্র গ্রহণ করতে পারে। এ বিষয়টি বিধি বহির্ভুত ও রহস্যময়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মঈনউদ্দিন মাইজভান্ডারী বলেন, নিয়োগ পরীক্ষায় আবেদন পত্রে অনিয়মের বিষয়টি জানার পর আমি পরিচালনা পরিষদকে বিষয়টি জানিয়েছি। তবে মাদরাসা পরিচালনা পরিষদের শিক্ষক নিয়োগ কমিটি বিধি মোতাবেক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড